to-gw-ah-2011-700px-74KB
Good Word

বাণী

 
 

MazeCon এর প্রথম কনভেনশনে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল গত বছর। বেশ অন্যরকম অভিজ্ঞতাই বলব। তরুণ-তরুণীরা সব জাপানি অ্যানিমেশনের জীবন্ত চরিত্র হয়ে আশেপাশে ঘোরাফেরা করছিল। কিছুক্ষণ তাদের সঙ্গে থেকে নিজের বয়সটাও বেশ কম মনে হয়েছিল।

এবার তাদের দ্বিতীয় কনভেনশনে ডাক পড়েছে আমার। আগ্রহ নিয়েই অপেক্ষা করছি।
হয়ত আবারও বয়স কমে যাবে আমার…MazeCity এর তরুণ-তরুণীদের ভিড়ে।

MazeCon এর শুভ কামনায়।

আহসান হাবীব
কার্টুনিস্ট/সম্পাদক, উন্মাদ

২০১৩ সালে মেইযকন ২ প্রকাশনার জন্য লিখিত।